Monday, February 23, 2015

কেয়ামতের ১০টি গুরুত্বপূর্ণ আলামত


কিয়ামতের আলামত সম্পর্কে ১৪৫০
বছর আগে এমন কিছু
ভবিষ্যদ্বাণী করা হয়েছে এবং তা আজ
এত নিখুতভাবে বাস্তবায়িত
হচ্ছে যে ভাবলেও গা শিউরে ওঠে।
এরকম ১০টি ভবিষ্যদ্বাণীঃ-
.
১। জগতের লোকেরা সুউচ্চ টাওয়ার
নির্মাণে একে অপরে প্রতিযোগিতা করবে।
(উল্লেখ্য, বর্তমান পৃথিবীতে সবচেয়ে উচু
যে ১০০ টি টাওয়ার
রয়েছে গত ৩০-৪০ বছর আগেও তার
কোনটারই অস্তিত্ব ছিল না)।
.
২। দুনিয়ার যোগাযোগ
ব্যবস্থা অতিদ্রুত ও সহজ
হয়ে যাবে।
সময় তাড়াতাড়ি ফুরিয়ে যাবে।
(তথ্য প্রযুক্তির এই যুগে সময়
কতটা দ্রুত বয়ে যায়
তা ফেসবুকে একবার লগ ইন
করলেই বুঝা যায়)।
.
৩। মসজিদগুলো চাকচিক্য ও
জাঁকজমকপূর্ণ হবে কিন্তু
তা আল্লাহর জিকির থেকে বিরাণ
হবে। লোকেরা পরস্পর
মসজিদ নিয়ে গর্ব করবে, নিজেদের
মধ্যে আলিশান মসজিদ
নির্মান করার প্রতিযোগীতা করবে।
(আপনার আশেপাশে তাকালেই এর
সত্যতা দেখতে পাবেন।)
.
৪। দাসী তার মালিকের জন্ম
দিবে অর্থ্যাৎ সন্তান তার
মায়ের সাথে চাকরানীর মত ব্যবহার
করবে (এমন ঘটনা আজ
অহরহ ঘটছে। কিছুদিন আগেই এক
ছেলে তার মাকে গোয়াল
ঘরে বেধে রেখেছিলো এরকম
একটা খবর পড়েছিলাম)
.
৫। মানুষ তার সন্তানের চাইতে কুকুর
লালন পালনকে বেশি প্রাধান্য দিবে।
(পাশ্চাত্বে এটি ইতোমধ্যে বাস্তবায়িত
হয়েছে, কিছুদিন
আগে এমনটাও শুনলাম এক
ব্যক্তি মৃত্যুর পূর্বে তার স্থাবর
অস্থাবর সম্পত্তি পোষা কুকুরের
নামে লিখে দিয়ে গেছে।)
.
৬। মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা
হারিয়ে যাবে (প্রত্যেকটা ক্ষেত্রে আজ
বিশ্বাসের অভাব পরিলক্ষিত হচ্ছে।
কেউ কাউকে বিশ্বাস
করছে না, বাজারে গিয়ে কোন
দোকানদারকে বিশ্বাস
করা যাচ্ছে না যে সে তার
দ্রব্যে ফরমালিন মিশ্রিত
করেনি বা ওজনে ঠিক দিচ্ছে কিনা)
.
৭। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন
করা হবে (এটা বাস্তবায়িত
হচ্ছে, বিশেষ
করে পাশ্চাত্যে তো মানুষ বাবা-মায়েরই
খোজখবর ঠিকমত নেয় না, আত্মীয়
স্বজন তো অনেক আগেই পর
করে দিয়েছে। এই সংস্কৃতি ক্রমেই
সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে।
.
৮। মহিলাদের জন্য এমন পোষাক
আবিস্কার হবে যা পরিধান
করার পরও মহিলাদেরকে উলঙ্গ
মনে হবে (কতটুকু সত্য
তা মনে হয় ব্যাখ্যা করে বলার
প্রয়োজন নেই।)
বেশি না মাত্র এক শতাব্দী আগেও
আজকের মত এত নোংরা ও
অশ্লীল পোশাকের প্রচলন ছিল না।
.
৯। বেপরোয়া সুদ খাওয়ার প্রচলন
শুরু হবে, ব্যাপকভাবে জারজ সন্তানের
প্রাদুর্ভাব ঘটবে। (সুদ
থেকে পুরোপুরি মুক্ত এমন মানুষ
আজকের পৃথিবীতে বিরল)।
.
১০। গান বাজনা এবং বাদ্যযন্ত্র
ব্যাপক প্রসার লাভ
করবে এবং তা জীবনের
সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে যাবে
(মন্তব্য নিষ্প্রয়োজন)

Friday, February 6, 2015

রোগ হতে নিরাপদ থাকার দোআ

আলহামদু লিল্লাহিল্লাযী খালাকাসসামাওয়াতি ওয়াল আরদা ওয়া জা'আলায যুলুমাতি ওয়াননূরা সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন।

সূরা আল কদর

সূরা আল কদরঃ (আয়াত ১-৫)
বাংলা উচ্চারণ । বাংলা অর্থ । আরবি । ইংরেজি
(অবশ্যই একবার হলেও পড়ে শেয়ার করুন যেন অন্যরাও পড়তে পারে)
............................................................................................
বাংলা উচ্চারণঃ
ইন্না আনযালনাহু ফী লাইলাতিল কাদরি, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কাদরি, লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর, তানাযযালুল মালাইকাতু ওয়াররূহ, ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর।
বাংলা অর্থঃ
নিশ্চয়ই আমি তা (কোরআন) অবতীর্ণ করেছি কদরের রাতে। আর কদরের রাত সম্বন্ধে তুমি কি জানো? কদরের রাত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সে রাতে ফেরেশতারা ও রুহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তিই শান্তি, বিরাজ করে উষার আবির্ভাব পর্যন্ত।
سورة القدر:
إِنَّآ أَنزَلۡنَـٰهُ فِى لَيۡلَةِ ٱلۡقَدۡرِ
وَمَآ أَدۡرَٮٰكَ مَا لَيۡلَةُ ٱلۡقَدۡرِ
لَيۡلَةُ ٱلۡقَدۡرِ خَيۡرٌ۬ مِّنۡ أَلۡفِ شَہۡرٍ۬
تَنَزَّلُ ٱلۡمَلَـٰٓٮِٕكَةُ وَٱلرُّوحُ فِيہَا بِإِذۡنِ رَبِّہِم مِّن كُلِّ أَمۡرٍ۬
سَلَـٰمٌ هِىَ حَتَّىٰ مَطۡلَعِ ٱلۡفَجۡرِ
Sūrat al-Qadr:
We have indeed revealed this (Message) in the Night of Power: (1)
And what will explain to thee what the Night of Power is? (2)
The Night of Power is better than a thousand Months. (3)
The angels and the Spirit descend therein, by the permission of their Lord, with all decrees. (4)
It's all Peace!... until the rise of dawn (Morning Sun)! (5)